السبت 20 المحرّم 1446 Saturday 27 July 2024

নুরানী বোর্ডের ২০২২-এর ফল প্রকাশ

নূরানী তা’লীমুল কুরআন বোর্ড বাংলাদেশ(এন. টি.কিউ.বি)-এর সমাপনী পরীক্ষা ২০২২-এর ফলাফল প্রকাশ হবে সোমবার সকাল ১১টায়।

ফলাফল প্রকাশ উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বোর্ডটি।

বোর্ডের পরিচালক মাওলানা ইসমাইল বেলায়েত হুসাইন জানান, এ বছর সারাদেশে প্রায় ৪১৬টি কেন্দ্রে মোট ২৬ হাজার ২৭৩ জন ছাত্র-ছাত্রী সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। আরবি-তরিকে তালিমের পাশাপাশি বাংলা, ইংরেজি, গনিতসহ মোট ৬টি বিষয়ে পরীক্ষা দিয়েছে তারা।

ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন আল্লামা ক্বারী বেলায়েত হুসাইন রহ এর সাহেবজাদা, বোর্ডের মহাপরিচালক মদীনা প্রবাসী মাওলানা মাসিহুল্লাহ মাদানী। সভাপতিত্ব করবেন বোর্ডের পরিচালক মাওলানা কালিমুল্লাহ জামিল হুসাইন। এছাড়া নূরানীর প্রশিক্ষক, প্রবীণ জিম্মাদার, মুয়াল্লিম, ও বিভিন্ন স্তরের দায়িত্বশীলগণ উপস্থিত থাকবেন।

ঠিকানাঃ

•    ২৪/বি, ব্লক-সি, রিং রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।

•    ফোনঃ +৮৮০-১৯৭৩-৭১৫৬৭৮

•     মোবাইলঃ ০১৭৩৩-৭১৫৬৭৮, ০১৭৬৫-৪৫৫৬৩৬

•    মেইলঃ info@nooraniboard.org

 

কপিরাইট © ২০২২ নূরানী তা’লীমুল কুরআন বোর্ড বাংলাদেশ